বিশেষ প্রতিনিধি
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার কর্তৃক ঘোষিত চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া গরীব, দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান শুরু করেছে পঞ্চগড় জেলা ও উপজেলা প্রশাসন। প্রায় প্রতিদিনই উপজেলা প্রশাসনের মাধ্যমে চলছে এই ত্রাণ বিতরণ কার্যক্রম। শনিবার দুপুরে বোদা পাইলট স্কুল আ্যন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে তিন শতাধিক হোটেল, পরিবহণ শ্রমিক ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।
ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেককে চাল, ডাল, তেল, লবণ, সাবান, সেমাই, চিনি ও শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বোদা পৌরসভার মেয়র এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মখলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন ও বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #
You cannot copy content of this page