স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উদ্যাপন উপলক্ষে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর টুর্নামেন্টটি আয়োজন করে। বুধবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জী সহ জেলা ও উপজেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে প্রথম খেলায় সদর উপজেলার মীরগড় ফুটবল একাডেমি ৩-০ গোলে দেবীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে গোল তিনটি হয়। মীরগড় একাডেমীর হয়ে গোল তিনটি করেন আমির হামজা, লালন শাহ্ ও লিটন। দিনের অপর খেলায় অংশগ্রহণ করে পঞ্চগড় সদরের টুকু ফুটবল একাডেমি ১-০ গোলে বোদা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে। টুকু ফুটবল একাডেমির হয়ে জয় সূচক গোলটি করেন মনি। বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে চারটি দল অংশগ্রহণ করবে বলে আয়োজকেরা জানান।
You cannot copy content of this page