নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের বোদা উপজেলায় তিনটি মাল্টা বাগান পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ বিভাগের মহা পরিচালক আসাদুল্লাহ। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের টেকরাপাড়ায় সৈয়দ মাহফুজুর রহমান সেলিমের ৬০ বিঘার মাল্টা বাগান, বোদা পৌর এলাকার প্রামানিক পাড়ায় সফল মাল্টা চাষী সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম ও চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়ায় আসাদুজ্জামান রিপনের মাল্টাবাগান পরিদর্শন করেন। এসময় তার সাথে অতিরিক্ত পরিচালক ড.মাহবুবুর রহমান,লেবু চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান ও বোদা উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে বানিজ্যিক ভাবে মাল্টা চাষ শুরু হয়েছে। মাল্টা বাগান করে অনেকে লাভবান হচ্ছেন। পঞ্চগড়ের বোদায় সৈয়দ মাহফুজুর রহমান সেলিম নামের এক ব্যক্তি ৬০ বিঘার জমিতে মাল্টা বাগান করেছেন। তার বাগান করা দেখে অনেকে এখন মাল্টা চাষে উৎসাহিত হচ্ছে।
You cannot copy content of this page