পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মনিরুল ইসলাম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। তার বাড়ি ময়দানদিঘী ইউনিয়নে ভীমপুকুর এলাকায় । সে ওই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। স্থানীয় পাথরাজ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীতে পড়াশুনা করছিল মনিরুল। এই ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী সৌরভ ইসলাম (১৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মন্নাপাড়া এলাকার কাজী ফিড মিলের সামনে এই নিহতের ঘটনা ঘটে। ট্রাক চালককে গ্রেফতারের প্রতিবাদে নিহতের মরদেহ সড়কে রেখে প্রায় দেড় ঘন্টা বিক্ষোভ করেন পথচারী ও স্বজনরা।
পুলিশ ও স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে ব্যাক্তিগগত কাজে দুই বন্ধু মোটরসাইকেল যোগে বোদা বাজারে গিয়েছিল। বোদা থেকে বাড়িতে আসার সময় পথিমধ্যে বোদা-পঞ্চগড় মহাসড়কের মন্নাপাড়া এলাকায় একটি পন্যবোঝাই ট্রাক ফিডমিলে প্রবেশ করছিল। এ সময় ট্রাকটি কোন প্রকার সিগনাল না দেওয়ার কারনে মোটরসাইকেলটি ট্রাকের সামনে পড়ে যায়। পরে মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা লাগে। এতে করে ঘটনাস্থলেই নিহত হয় মনিরুল। তাৎক্ষনিক গুরুতর আহত সৌরভকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে মনিরুলের স্বজন ও এলাকাবাসীরা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বোদা থানা পুলিশের হস্তক্ষেপে ট্রাক চালককে গ্রেফতারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
বোদা থানার ওসি আবু সাইদ চৌধুরী জানান নিহতের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের পর ট্রাক চালক ও ফিডমিল কতৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page