পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পবিত্র রমজান উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের ৬৯ হাজার ৭৫ পরিবারের মাঝে ভূর্তুকি মুল্যে ছোলাসহ নিত্যপন্য বিতরণ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে এই টিসিবি পন্য সরবরাহ সম্পন্ন করা হয়। বৃহষ্পতিবার সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, দ্বিতীয় পর্যায়ের ভূর্তুকি মুল্যে পন্য বিতরনের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মো. ইউসূফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, পঞ্চগড়ে গত ২০ মার্চ থেকে ৬৯ হাজার ৭৫ টি পরিবারে মাঝে প্রথম পর্যায়ে প্রতি লিটার ১১০ টাকায় ভোজ্যতেল, ৬৫ টাকায় ডাল এবং ৫৫ টাকা কেজিতে চিনি বিতরণ সম্পন্ন করা হয়। বৃহষ্পতিবার সকালে পৌরসভা এলাকার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এক হাজার ৩৪০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে চিনি মুশুর ডাল সয়াবিন তেলের সাথে ছোলা প্যাকেজ আকারে বিতরণের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের পন্য বিক্রি শুরু কার হয়।
জেলার পাঁচ উপজেলার ৪৩ ইউনিয়নে ১৬ জন ডিলারের মাধ্যমে সুশৃঙ্খলভাবে এসব পন্যের বিতরণ করা হচ্ছে। টিসিবির এমন পন্য বিতরণে অনেক সময় নানান অব্যস্থাপনা থাকলেও এবার প্রশাসনের নিবির তদারকীতে সুষ্ঠুভাবেই চলছে এই ভুর্তুকি মুল্যে পন্য বিতরণ কার্যক্রম। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রচারনা করা হয়েছে, কবে কোথায় কখন টিসিবির পণ্য সরবরাহ করা হবে। ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসন টিসিবির বিভিন্ন তথ্য জানিয়ে ক্যালেন্ডার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনাও করেছেন।।
You cannot copy content of this page