বিশেষ প্রতিনিধি
দেশের একটি জাতীয় দৈনিক ও একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে পঞ্চগড়ে ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি পঞ্চগড় জেলা শাখা। রবিবার দুপুরে পঞ্চগড় শহরের সমিতির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো মোবাশ্বের হোসেন জানান, জেলায় লাইসেন্সধারী ওষুধ ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১ হাজার। এর বাইরে লাইসেন্স ছাড়া প্রায় ১৪০০ থেকে ১৫০০ জন ওষুধ ব্যবসায়ী অবৈধভাবে ব্যবসা করে আসছেন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এই সংখ্যা অনেক বেশি। বেশি লাভের আশায় তারাই মানহীন ও নিম্নমানের ওষুধ বিক্রি করে থাকে। তাদের উপর ভিত্তি করে গণমাধ্যমেও খবর প্রকাশ হচ্ছে। এতে করে প্রকৃত ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে এবং ওষুধ ব্যবসায়ীদের সম্পর্কে মানুষের মাঝে ভুল ধারণা তৈরি হচ্ছে। এছাড়া নামে বেনামে নতুন নতুন ফার্মেসি গড়ে উঠলেও তাদের বিষয়ে ঔষধ প্রশাসনের তেমন কোন নজরদারি নেই বলেও দাবি করেন তারা। এ সময় তারা অবৈধভাবে ওষুধ ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোবাশে^র হাসান, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম রুবেল সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page