পঞ্চগড়ে বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই কর্মসূচী পালন করে। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বরণে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সেচ্ছায় রক্তদান কর্মসূচীতে বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী প্লাবন, সাংগঠনিক সম্পাদক আল মামুন শাহরুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে কবিতা আবৃত্তি ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জনাব মো. মজাহারুল হক প্রধান। কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান শেখ মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং শোকের মাস উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে দলের ত্যাগী নেতাকর্মীরা গরীব অসহায় রোগীদের জন্য সেচ্ছায় রক্তদান করেন। দানকৃত রক্ত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্লাড ব্যাংক এ জমা থাকবে। রোগীর প্রয়োজন হলে সেখান থেকে তারা রক্ত সংগ্রহ করতে পারবেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা আজ বাংলাদেশ পেয়েছি। এই মহান নেতার ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করেছি। আমরা আগস্ট মাস উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করি এবং ইতোমধ্যে সেসব কর্মসূচী যথাযথভাবে পালন করি। আশা করছি আগামীতেও আমাদের এমন কর্মসূচী পালন করা হবে।।
You cannot copy content of this page