পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌরসভার ছয় তলাবিশিষ্ট মার্কেট নিমার্ণ শুরু হচ্ছে। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান মার্কেট নিমার্ণ কাজের ফলক উম্মোচন করেন। পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে পৌর চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ শফিকুল ইসলাম, প্যানেল মেয়র-২ আশরাফুল আলম, সংরক্ষিত কাউন্সিলর এলিনা আকতার ও ঠিকাদার আব্দুল হান্নান শেখ বক্তব্য দেন।
পৌরসভা সুত্রে জানা গেছে, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় ছয়তলা বিশিষ্ট আধুনিক এই পৌর মার্কেট নিমার্ণে ১২ কোটি টাকা ব্যয় হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে নিমার্ণ কাজ শেষ হবে।
You cannot copy content of this page