পঞ্চগড়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাদ জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সফিকুল আলম বক্তব্য দেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তবে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘আমরা সকলে মিলে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে ঈদুল আযহা উদযাপন করতে চাই। এজন্য সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল ব্যবস্থা করা, সড়ক মহাসড়কে পশুর হাট না বসানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ করা, দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার করা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম চলমান রাখা, দ্রুত ভিজিএফ চাল বিতরণ, অনলাইন প্লাটফরম চালু করা, সকাল আট টায় ঈদের জামাত অনুষ্ঠানসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের আহবান জানান। এসব সিদ্ধান্ত পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভার গৃহিত সিদ্ধান্তসমূহ ব্যাপক প্রচারণা চালানোর মাধ্যমে সকলের প্রতি আহব্বান জানান জেলা প্রশাসক।
এছাড়া পবিত্র ঈদুল আযহার দিন জেলার সরকারি শিশু পরিবার, জেলা কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সড়ক মহাসড়ক আলোকসজ্জিতকরণ ও সকালে সরকারি বেসরকারি অফিস ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
You cannot copy content of this page