ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার ছাত্র জনতা। সোমবার বিকেলে জেলা শহরের আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পথঘাট। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় অনেকে।
পরে চৌরঙ্গী মোড়ে পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার আলী, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব সরকার, জাগপা পঞ্চগড়ের সহসভাপতি শামসুজ্জামান নয়ন, ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, খেলাফত মসলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সভাপতি আনম আব্দুল করিম। এ সময় বক্তারা জানান, ফিলিস্তিনে নির্বিচারে হামলা হলেও জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ব সংগঠনের কারো তেমন কোন ভূমিকা নেই। এমনকি কিছু ইসলামী দেশের নীরব ভূমিকা সবাইকে বিস্মিত করেছে। শিশু নারী ও বৃদ্ধ নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল। ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও হামলা করে মানুষ হত্যা করছে তারা। ফিলিস্তিনে হামলা বন্ধ না করা হলে বিশ্বের দুইশো কোটি মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুশিয়ারি দেন তারা। একই সাথে ইসরায়েলের সকল পণ্য বর্জন করার অঙ্গীকার করেন তারা।
You cannot copy content of this page