পঞ্চগড়ে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা দলের খেলা শুরু হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকেলে পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বালক ও বালিকাদের মধ্যে দুটি উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এই টুর্ণামেন্টের আয়োজন করেন। রঙিন বেলুন উড়িয়ে, খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হয়ে ও ফুটবলে কিক করে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।
উদ্বোধনী আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলায়মান আলী, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টের বালকের উদ্বোধনী খেলায় বোদা উপজেলা বালক দল টাইব্রেকারে ৬-৫ গোলে পঞ্চগড় সদর উপজেলা বালক দলকে হারিয়েছে। খেলার নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। ট্রাইব্রেকারেও ৫-৫ গোলে ড্র হয়। পরে সাডেন ডেথে তারা ১-০ গোলে বিজয়ী হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ্ব-১৭) বালিকা দলের খেলায় বোদা উপজেলা বালিকা দল ৩-০ গোলে পঞ্চগড় সদর উপজেলা বালিকা দলকে হারিয়ে জয়ী হয়েছে। প্রথমার্ধে বোদা উপজেলা বালিকা দলের বৃষ্টি ও মিতু একটি করে গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। খেলার দ্বিতীয়ার্ধে মিতু আরও একটি গোল করে দলকে ৩-০ গোলে জয় এনে দেয়।
শনিবার খেলায় আটোয়ারী ও দেবীগঞ্জ উপজেলা বালক ও বালিকা দল অংশ নেবেন। টুর্ণামেন্টে জেলার পাঁচটি উপজেলা এবং পঞ্চগড় পৌরসভাসহ ছয়টি দল দুটি গ্রুপে অংশ নিচ্ছে।।
You cannot copy content of this page