পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের মহাপরিচালক বাংলাবান্ধা আইসিপি আগমন উপলক্ষ্যে বিএসএফ ব্যাটালিয়ন এবং পঞ্চগড় বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বাংলাবান্ধা আইসিপিতে দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী এবং বিজিবি’র পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান।
এছাড়াও বিজিবি-বিএসএফের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের আগমনের পর ভ্রাতৃত্বের সেতু বন্ধনের চিহ্ন হিসেবে বিজিবি-বিএসএফ কন্টিনজেন্ট চকমপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন। প্রধান অতিথি চমৎকার রিট্রিট প্যারেড আয়োজন করার জন্য ঠাকুরাঁও সেক্টর ও পঞ্চগড় ব্যাটালিয়নকে এবং বিএসএফের শিলিগুড়ি সেক্টর এবং বিএসএফ ব্যাটালিয়নকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে আরও এরকম দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার আশা ব্যক্ত করেন। পরবর্তীতে বিএসএফের মহাপরিচালক এই স্মরণীয় দিনটিকে আরও গৌরবান্বিত করার লক্ষ্যে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে যৌথ রিট্রিট প্যারেড আয়োজনকে সাধুবাদ জানান। উভয় দেশের প্রধান অতিথিগণ বিজিবি-বিএসএফ কন্টিনজেন্ট সমূহের সাথে ফটোশেসনে অংশগ্রহণ করেন। পরিশেষে ডিজি বিএসএফ এবং সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও জয়েন্ট রিট্রিট প্যারেডকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন বিনিময়ের মাধমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
You cannot copy content of this page