বিশেষ প্রতিনিধি
পঞ্চগড় জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটির সকল প্রকার কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখ ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ১০ দিনের মধ্যে ডাকযোগে অথবা ই-মেইলে ([ড়ভভরপব@নংষ.ড়ৎম.নফ]) জীবন বৃত্তান্ত পাঠানোর আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২২ জুলাই আকতারুজ্জামান আকতার কে সভাপতি ও মারুফ রায়হান কে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি। এর এক বছর পর ছাত্রলীগের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের ১৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।
You cannot copy content of this page