পঞ্চগড় অফিস
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোস্তফা এলাহী মোস্তাক নামে (৫০) নামে পথচারীর মৃত্যু। শনিবার সকালে উপজেলার সাকোয়া ইউনিয়নের বোদা-দেবীগঞ্জ মহাসড়কের শিমুলতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মোস্তাক ওই ইউনিয়নের খেড়বাড়ী এলাকার মৃত সামসুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে মোস্তাক বাসা থেকে বের হয়ে শিমুলতলী বাজারে আসেন। পরে তিনি বাজারের একটি চায়ের দোকানে চা খেয়ে বাসায় ফেরার পথে দেবীগঞ্জ থেকে বোদা গামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। পরে ঘাতক ট্রাকের চালক নিজেই ট্রাকটি বোদা থানায় রেখে পালিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page