বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশ উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়ার দায়ে ৩ দোকানদার ও ৬ পথচারীকে ভ্রাম্যমান আদালতে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বোদা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রিজভী আলম, ক্যাশিয়ার আশরাফুল ইসলাম, বোদা থানা পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা সূত্রে জানা যায়, সরকারী নির্দেশনা উপেক্ষা করে এবং স্বাস্থ্যবিধি না মানার দায়ে সংক্রমণ আইনের দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ৯ ব্যক্তিকে পৃথক পৃথকভাবে মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী পথচারী ও ব্যবসায়ীদের সরকারী নির্দেশনা মেনে চলা, মাস্ক পরিধান করা সহ বিভিন্ন বিষয়ে জনসাধারণদের মাঝে হ্যান্ডমাইকে করে সচেতনতা সম্পর্কে প্রচারণা করেন। পরে তিনি সকলের মাঝে একটি করে বিনামূল্যে মাস্ক প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানান, আমরা মানুষের মাঝে মাইকিং করে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরিধান করা সহ সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছি। আমরা প্রাথমিকভাবে সীমিত আকারে জরিমানা করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। আগামীতেও করোনা সংক্রমণ ঠেকাতে এবং সকলকে সরকারী নির্দেশনা মানাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page