বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
বোদা উপজেলা ফুটবল একাডেমীর উন্নয়নে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ) এর উদ্যোগে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ডিইউসেপ এর পক্ষে সাধারণ সম্পাদক দিপম সাহা বোদা উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল এর কাছে চেক প্রদান করেন। এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক এজিএস ও ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তানু, বোদা পৌরসভার প্যানেল মেয়র খাদেমুল ইসলাম, একাডেমীর পরিচালক খালিদ হাসান মামুন, মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
ডিইউসেপ এর সাধারণ সম্পাদক দিপম সাহা বলেন, দেশের সর্ব উত্তরের অবহেলিত একটি জেলা থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মোফাজ্জল হোসেন বিপুল ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার অধিনে বেশকিছু খেলোয়াড় জাতীয় অনুদ্ধ দলে সুযোগ পেয়েছে এবং পাইপলাইনে রয়েছে। এছাড়াও বিকেএসপিতে প্রশিক্ষণ গ্রহন করছে। আমাদের জেলাকে নতুন করে জাতীর কাছে তুলে ধরেছেন। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে একাডেমীর উন্নয়নে ও খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করতে অর্থ প্রদান করা হয়েছে। আগামীতে সহযোগীতা অব্যাহত রাখা হবে।
You cannot copy content of this page