পঞ্চগড় অফিস
পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে বোদা থানার এস আই মো:আব্দুস সালাম এর নেতৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ নং বড়শশী ইউনিয়নের আরাজি মারিয়া সরকার পাড়া জামে মসজিদের সামনে ভাউলা গঞ্জ বাজার হতে বগদুলঝুলা বাজারগামী পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোহাম্মদ সবুজ আলী(২৪), পিতা-মোঃ তোতা মিয়া, গ্রাম -সামেরডাঙ্গা, থানা -বোদা,জেলা-পঞ্চগড় এর হেফাজত হতে ২০০ পিস ট্যাপেন্ডাডল/মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১৩, তারিখ ১৬/১২/২৩, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ২৯(ক)রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার এসআই /মো:আব্দুস সালাম ও সঙ্গী অফিসার ফোর্স, বোদা থানা পঞ্চগড়।
You cannot copy content of this page