পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এসএম সিরাজুল হুদা পিপিএম ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল জনাব রুনা লায়লা মহোদয়ের দিকনির্দেশনায় এবং বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর সার্বিক তত্ত্বাবধানে বোদা থানার অভিযানিক দল এসআই/আঃ সালাম সঙ্গীয় এসআই / আঃ রাজ্জাক, এসআই /সাইফুল ইসলাম, এএসআই /সাজেদুর রহমান সহ বোদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ২৪/১২/২০২৩ খ্রিঃ ১৬.৩০ ঘটিকার সময় বোদা থানাধীন ৩ নং বেংহারী বনগ্রাম ইউপির বেংহারী মৌজাস্থ ব্রক্ষতর বেংহারী সামাজিক কবরস্থান সংলগ্ন পশ্চিম পার্শ্বে জেমজুট বাজার হতে মানিকপীর গামী পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ সুমন ইসলাম(২৪), পিতা- মৃত জামাল উদ্দিন, সাং- ব্রক্ষতর বেংহারী, থানা- বোদা, জেলা- পঞ্চগড় কে ৫০ পিচ নেশাজাতীয় কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসআই আঃ সালামের আনীত অভিযোগের প্রেক্ষতে অফিসার ইনচার্জ, বোদা থানা মহোদয় পঞ্চগড় বোদা থানার মামলা নং- ২২, তারিখ -২৪/১২/২৩ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) রুজু করেন। আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার-এসআই/আঃ সালাম, এসআই /আঃ রাজ্জাক, এসআই /সাইফুল ইসলাম, এএসআই /সাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।
You cannot copy content of this page