পঞ্চগড়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে এ উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা দিয়েছে জেলা পরিষদ। তাদের মাঝ্যে উন্নতমানের খাবারের প্যাকেটের সাথে প্রত্যেককে একটি করে শীতের চাদর প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকলকে দুটি গোলাপ ও একটি করে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। এতে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক আবু তোয়বুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমক্তিযোদ্ধসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপদধ্বনি শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. শরীফ হোসেন, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনীতিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বীরমক্তিযোদ্ধসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকাল ৯ টায় স্থানীয় স্টেডিয়াম এ স্কুল কলেজের শিক্ষার্থীদের কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানেও মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এছাড়া দিবসটি উপলক্ষ্যে দিনভর প্রীতি ফুটবল, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ প্রতিযোগতিা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।।
You cannot copy content of this page