পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে সাবেক স্পিকার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজের ২২ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে (২০ ডিসেম্বর) আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজার সভাপতিত্বে আলোচনা সভায় মরহুম মির্জা গোলাম হাফিজের শিক্ষা ও কর্মজীবনের উপর স্মৃতিচারণ করা হয়। বক্তব্য রাখেন, কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সোলায়মান আলী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান জাহেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমূখ।
বক্তারা জানান, মরহুম মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালের ২ জানুয়ারি আটোয়ারী উপজেলার মির্জাপুরে জন্মগ্রহণ করেন। ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। বার্ধক্যজনিক কারণে ২০০০ সালের ২০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
You cannot copy content of this page