দরিদ্র ভ্যানচালকের ছেলে ইমরান হক মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। তবে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের উদ্যোগে প্রাথমিকভাবে সেই শঙ্কা দূর হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে মো. জহুরুল ইসলাম ইমরানকে ফুলের শুভেচ্ছা সহ ভর্তির খরচ বাবদ ২৫ হাজার টাকার চেক দিয়েছেন। তিনি একই সঙ্গে ইমরানের পরবর্তী এক বছর মেডিকেলে লেখাপড়া খরচের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
চেক দেওয়ার সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জয়শ্রী রানী রায়, ইমরান হকের বাবা আইজদ্দীন হক, মা আনজুয়ারা বেগমসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমরান হক বলেন, ‘মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে জেলা প্রশাসক আমাকে ভর্তির জন্য ২৫ হাজার টাকার চেক দিয়েছেন। তিনি পরবর্তী সময়ও আমাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। আমি পঞ্চগড়ের জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞ।’
ইমরান হক বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের খেরবাড়ি গ্রামের ভ্যানচালক আইজদ্দীন হকের ছেলে। ১৬ শতক ভিটেবাড়ি ছাড়া ইমরান হকের পরিবারের আর কোনো আবাদি জমি নেই। ইমরানের বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। আর্থিক টানাপোড়েনে অনেক সময় ইমরানের মাকেও দিনমজুরের কাজ করতে হয়।
এক ভাই দুই বোনের মধ্যে ইমরান বড়। ২০১৯ সালে স্থানীয় সাকোয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ২০২১ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন ইমরান। দুটোতেই জিপিএ-৫ পেয়েছেন তিনি। এ বছর অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ইমরানের অবস্থান ৩৯২৫। তালিকা অনুযায়ী, ইমরান মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
You cannot copy content of this page