বিশেষ প্রতিনিধি
প্রথমবারের মত পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২০ই সেপ্টেম্বর (সোমবার)। এই পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী সহ কাউন্সিলরদের জামানত হারানোর যেন হিড়িক লেগেছে। মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পড়ে ৬২ জন এবং মহিলা কাউন্সিলর পড়ে ১৮ জন সহ মোট ৮৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মেয়র প্রার্থী সহ মোট ৪৭ জন প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোটের কম পাওয়ায় তাদের জামানত হারিয়েছেন। আওয়ামী লীগের ১ জন বিদ্রোহী, বিএনপির ২ জন সহ স্বতন্ত্র ২ জন সহ ৫ মেয়র প্রার্থী নির্বাচনে জামানত হারিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী জামানত খুঁইয়েছেন।
মেয়র পদে দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সদ্য বহিস্কৃত) আবু বকর সিদ্দিক রেল ইঞ্জিন প্রতীক নিয়ে ২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ২৪৭ ভোট পেয়েছেন।
মেয়র পদে জামানত হারানো প্রার্থীরা হলেন-পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন (জগ-১৪৯ ভোট), দেবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম (নারিকেল গাছ-৩১৪ ভোট), দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ এস এম মোফাখখারুল আলম বাবু (চামুচ-১৫৮ ভোট), মাসুদ পারভেজ (কম্পিউটার-১০৬ ভোট), সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফ (ইস্ত্রি মেশিন-১০৩ ভোট)।
সাধারণ কাউন্সিলর পদে জামানত হারিয়েছেন আসাদুজ্জামান, সুরুজ আলী, দাউদ আহমেদ বদরুদ্দোজা, পিয়াস কুমার সাহা, আজিজুল ইসলাম, পাভেল হোসেন, রেজাউল করিম, আরিফ হোসেন লিট, আব্দুর রফিক, ইউসুফ আলী, ইসলামুল হক রাজন, তোফাজ্জল হোসেন, খোকন পোদ্দার, সোহেল ইসলাম, ফরিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, রুমিউল আলম, সিরাজুল ইসলাম, রুহুল আমিন, নরেশ চন্দ্র রায়, পিলু রায়, আব্দর রশিদ, শরিফুজ্জামান সাজু, শাহ আলম শেখ, হাবিব উল্লাহ মজুমদার, আব্দুল কাইয়ুম, আব্দুল জব্বার শেখ, ছাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, বেলাল হোসেন, হোসনে আলী, ছামসউদ্দিন আহম্মেদ, জহিরুল ইসলাম ও শওকত আলী।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জামানত হারিয়েছেন জয়ন্বী রানী সাহা, রুখসানা বেগম, জেসমিন আক্তার, আয়েশা সিদ্দীকা, হিমা বেগম, জান্নাতুল ফেরদৌস, ফরিদা আখতার বানু লিপি ও শম্পা রানী রায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান, দেবীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৯১৪ জন। এরমধ্যে নারী ভোটার ৫ হাজার ৩৩৬ পুরুষ ও নারী ভোটার ৫ হাজার ৫৭৮ জন। নির্বাচনে ৮ হাজার ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোটের কম ভোট পেলে প্রার্থীরা জামানত হারাবেন। দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনের ফলাফলে ৫ জন মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী জামানত খুঁইয়েছেন। শতকরা ৭৮.৭৭ ভাগ ভোট পড়েছে।
You cannot copy content of this page