পঞ্চগড় প্রতিনিধি
এবারের ঈদে যাত্রীর চাপে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন। তিনি আজ শনিবার (০৯ জুলাই) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, এই ঈদে আমাদের সীমিত সামর্থের সর্বোচ্চ টাই আমরা ব্যবহার করেছি। আমরা রেলে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলাম। কিন্তু ঈদের শেষ মুহুর্তে সেটি ধরে রাখা যায় নি। মানুষ হুমরি খেয়ে পড়েছে। ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে ছাদ ও ভেতরে কোথাও ঠাই ধারণের জায়গা ছিলো না। ক্যাপাসিটির বেশি যাত্রী নেয়ার আমাদের ট্রেনের ৫/৬ টা কোচের স্প্রিং বসে গেছে। অতিরিক্ত যাত্রী হওয়ায় ট্রেন স্বাভাবিক গতিতে চলতে পারেনি। যেসব স্টেশনে যাত্রাবিরতি ২ মিনিট সেখানে যাত্রী ওঠানামা করতেই ১০ মিনিট পেরিয়ে যাচ্ছে। এভাবেই সিডিউল বিপর্যয় হচ্ছে। এজন্যই আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো ডাবল লাইনে উন্নীতকরণের কাজ করছি। একই সাথে উন্নয়ন কাজের পাশাপাশি নতুন নতুন কোচ ও ইঞ্জিন রেলবহরে যুক্ত করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, আগামী জুনে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। একই সাথে ২০২৪ সালে বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতু চলাচলের জন্য খুলে দেয়া বলেও আশ^স্ত করেন তিনি। যমুনার উপর দ্বিতীয় রেলসেতু কাজ সমাপ্ত হলে আমরা এই রুটে ট্রেনের সংখ্যা অনেক বাড়াতে পারবো। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রেল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page