‘একটি অদৃশ্য শক্তি আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে। এই অদৃশ্য শক্তি দিন দিন দৃশ্যমান হচ্ছে। কেউ ধর্মের নামে কেউ আরেক নামে। ডিসি অফিস ইউএনও অফিসসহ যেখানেই যাবেন তারা ভাগ চায়।’ এমন মন্তব্য করেছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, এরাই নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করে ভোটকে সরিয়ে দিয়ে কখনো বলছেন সংস্কার কখনো বলছেন স্থানীয় সরকার নির্বাচন। এভাবেই তারা আগামী দিনে ক্ষমতায় যেতে চান। ১৯৮৬ সালে ফ্যাসিস্টের সাথে ভোট করে তারা একটি আসনও পায় নি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কখনোই মাথায় নিবেন না হাসিনা পালিয়েছে আর আমরা ক্ষমতায় চলে এসেছি। আজ অনেক নেতা বলছেন এটা পাইনি ওটা পাইনি। নওশাদ জমির কি এমপি হয়েছেন? তারেক রহমান কি প্রধানমন্ত্রী হয়েছেন? আপনারা ১৬ বছর বহু নির্যাতন সহ্য করেছেন। সামনে নির্বাচন। এই নির্বাচন নিয়ে সরকার যখন ধুম্রজাল তৈরি করছে তখন আপনারা নিজেদের প্রশ্নবিদ্ধ করবেন না।
তিনি আরও বলেন, আজ সবাই এটা স্বীকার করছে যে মেধা মননে চিন্তা চেতনায় তারেক রহমান সত্যিই মিরাকেল। অনেকে বলেন তিনি ২৪’র গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আগামী দিনে এই মহাদেশে নেতৃত্ব দেয়ার মতো একটি মানুষই আছেন তিনি হলেন তারেক রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page