নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করনের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শুনানো শীর্ষক এক অনুষ্ঠান পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের “বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প” অনুষ্ঠানটি আয়োজনে করে।
জেলা প্রশাসক মো জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) শাহ আলম সরদার। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক (উপসচিব) ড. নুরুল আমিন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রীদেরকে বীর মুক্তিযোদ্ধা এটিম সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, বীর মু্ক্তিযোদ্ধা সাহেব আলী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর ডাকে যুদ্ধে তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং যুদ্ধকালীন নানা স্মৃতিচারণ শোনান। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওই চারজন মুক্তিযোদ্ধা। পরে তাদের বীরত্বগাঁথা আলোচনা থেকেই কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন উপজেলায় একই কর্মসূচি পালন করা হয়।।
You cannot copy content of this page