পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্ম দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখা। জেলা আওয়ামী লীগের সাথে সমন্বয় করে বৃহস্পতিবার দিনব্যাপি নানা কর্মসূচী পালন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন দলীয় তারা।
দিনভর কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন, আবু তোয়বুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, সাংগঠনিক সম্পাদক আবু সারোয়ার বকুল, মির্জা সারোয়ার হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদ হুমায়ুন কবীর উজ্জল, মহিলা সংস্থার চেয়ারম্যান মুনিরা পারভীন, আওয়ামীলীগ নেতা বিপেন চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারি প্লাবনসহ জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান বলেন, শোকের মাস আগষ্ট উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচী পালন করছে জেলা ছাত্রলীগ। এর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্ম দিবস পালন করা হয়। আগামী দিনে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত সকল কর্মসূচী পালনের মাধ্যমে দেশ গড়ার কাজে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আরও সক্রিয় হবে পঞ্চগড় জেলা ছাত্রলীগ।
You cannot copy content of this page