সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপসনালয় ও ঘর বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখা। রোববার (২৪ অক্টোবর) দুপুরে সংগঠনটির আয়োজনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন সংগঠনটির সদস্যরা।
মানববন্ধনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সিরাজউদ্দৌলা পলিন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডা. ছিদ্দিকুর রহমান, ডা. মোশাররফ হোসেন, মেডিক্যাল অফিসার ডা. মনিষা রায়, সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার সবিতা মারিয়া রিবেরি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা অবিলম্বে সাম্প্রদায়িক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্রে ধর্ম পালন করবেন। তাই সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই অপশক্তিকে রুখে দিতে হবে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকলকে এক যোগে কাজ করারও দাবি জানান।।
You cannot copy content of this page