পঞ্চগড় রেলস্টেশন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মেহেদি উৎসবের আয়োজন করেছে তরুণ স্বেচ্ছাসেবীরা। শনিবার দুপুরে স্টেশনের প্লাটফর্মে শতাধিক শিশুর হাত মেহেদির রঙে রাঙিয়ে তোলেন তারা। সেই সাথে তাদের হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছা উপহার। মেহেদি উৎসবে এমন ভালোবাসা পেয়ে দারুন খুশি শিশুরা।
ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এম আয়োজন বলে জানান আয়োজকরা। শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে উচ্ছসিত তারাও।
শিশুদের এই মেহেদি উৎসবে যোগ দিতে ছুটে আসেল জেলা প্রশাসক সাবেত আলী ও তার সহধর্মিনী শাকিলা পারভীন। তারা শিশুদের হাতে তুলে দেন সালামি।
গত কয়েকবছর ধরে রেলস্টেশন এলাকার শিশুদের জন্য এমন আয়োজন করে আসছে স্টান্ড বাই দ্যা হেল্পলেস পিপল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবার তাদের সহযোগিতা করেছে জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম।
You cannot copy content of this page