স্বপ্নপূরণ অর্গানাইজেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে মো কামাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো সালাউল্লাহ নির্বাচিত হন। স্থানীয়ভাবে মানবিক সহায়তা এবং শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
২৭ ডিসেম্বর স্বপ্নপূরণের সম্মানিত উপদেষ্টাদের অনুমোদনে স্বপ্নপূরণের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোঃ মখলেছার রহমান এ কমিটি প্রকাশ করা হয়। লিফলেটের মাধ্যমে সচেতনতামূলক বার্তা পৌঁছানো, বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও প্লাস্টিকের ব্যবহার কমানো সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রেজওয়ানুল হক রাজু, তাবাচ্ছুম মনিরা তাকিয়া, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান সাগর। যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং নুসরাত জাহান অনন্যা। সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী। সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম এবং মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক লিয়াকত জামান লিপন, কোষাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল আবির, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জুয়াইরিয়া জাইন সামারা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আবিক আবসার (উৎস), শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসিক রহমান ও আসাদুর জামান এবং নির্বাহী সদস্যরা হলেন, মল্লিকা আক্তার মিরা, আসাদ অংকন, মাধবী রায়, আল ইমরান, সোলেমান প্রমুখ।
এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, স্বপ্নপূরণ অর্গানাইজেশন সর্বপ্রথম পঞ্চগড়ে ইয়ুথ সামিথ করে। ইযুথ সামিথে পঞ্চগড়ের প্রায় ৩০০ অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। ইয়ুথ সামিথের মতো আরো বেশ কিছু ইউনিক আইডিয়া নিয়ে কাজ করে যাবে স্বপ্নপূরণ অর্গানাইজেশন। এছাড়া আমাদের একটি স্বপ্নপূরণ বুক সেল্ফ নামে একটি বুক সেল্ফ রয়েছে যেখান থেকে খুব সহজে অসহায়, দুস্ত ও মেধাবীরা বই নিতে এবং বিনিময় করতে পারে। সামনে স্বপ্নপূরণের কয়েকটি শাখা উদ্ভোদনের পরিকল্পনা চলছে। খুব শীগ্রই এটা করতে আমরা সফল হবো, ইনশাআল্লাহ।
You cannot copy content of this page