পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন খাদ্য মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পুলিশ লাইন্সের ড্রিল সেডে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের হাতে বিদায় স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেলপথমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন। এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার ইউসুফ আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সরকার, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট সহ জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা বিচার বিভাগের পক্ষ থেকেও জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির সরকার, পঞ্চগড় জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, ড. সাবিনা ইয়াসমিন ২০১৮ সালের ৯ অক্টোবর জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর জেলার নতুন নতুন কর্মসূচি গ্রহণ করে পঞ্চগড়ে ইতিবাচক পরিবর্তনে কাজ করেন। শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার, কন্নারত্ন, রত্নগর্ভা মা, ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা ক্লিনিক, সার্কিট হাউজে বাংলাদেশ আমার ভালোবাসা ভাস্কর্য, জেলা প্রশাসক ভবনের সামনে মুজিব চিরঞ্জীব ম্যুরাল নির্মাণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। এছাড়া তিনি জেলার সব শ্রেণি পেশার মানুষকে নিয়ে করোনার দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এবং উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেন। পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. জহুরুল ইসলাম। শিগগিরই তিনি দায়িত্ব বুঝে নিবেন বলে জানা গেছে।
You cannot copy content of this page