পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দের জের ধরে ভাতিজা ইসরাইল হোসেনের হামলায় চাচী জাহেদা বেগম (৫৫) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে পাঁচজন । প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করে। নিহতের বাড়ি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া গ্রামে। সে ওই গ্রামের মুল্লুক মিঞার স্ত্রী। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ওই গ্রামে হামলায় নিহতের ঘটনা ঘটে। আহতরা হলেন মুলুক মিঞার ছেলে সাইদুল ইসলাম (২৫) শরীফ হোসেন (১৭) জাহিদ হোসেন (২৭)। সুজাদ আলী (৪০) পিতা ফুলু মিঞা সুরুজা বেগম (৩৪) স্বামী ফুলুমিঞা। বর্তমানে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসার ধীন রয়েছেন।
স্থানীয়রা জানায় চরতিস্তা পাড়া এলাকার জাহেদা বেগমের স্বামী মুল্লুক মিঞার সাথে একই এলাকার ইসারইল হোসেনের গত কয়েক মাস হতে ৩৮ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার (১৭) গভীর রাতে ইসরাইল হোসেন তার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মুল্লুকে মিঞার বাড়ীতে হামলা চালায়। এ সময় মুল্লুক মিঞার স্ত্রী জাহেদা বেগম সহ ছয় জন গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মুল্লুকের স্ত্রী জাহেদা বেগম মারা যায় ।
মুল্লুক মিঞা জানান আমরা জমি নিয়ে তাদের সাথে আমার দ্বন্দ চলছিল কিন্ত এভাবে আমাদের বাড়িতে রাতের আধাঁরে হামলা চালাবে বুঝে উঠতে পারিনি। হঠাৎ করে রাতের আঁধারে ইসরাইল তার লোকজন নিয়ে আমার বাড়ীতে হামলা করে দা বল্লাম দিয়ে আমার পরিবারের সদস্যদের উপরের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আমি এই হামলার বিচার চাই।
এদিকে ইসরাইল পক্ষের লোকজনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানায় এই ঘটনায় মুল্লুক মিঞা থানায় এসেছে মামলা করার প্রক্রিয়া চালাচ্ছেন। ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি অভিযুক্তদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি । এই হামলায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এরই মধ্যে পুলিশ তদন্তও শুরু করেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।
You cannot copy content of this page