বিশেষ প্রতিনিধি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসক হিসাবে যোগদান করলেন মোঃ জহুরুল ইসলাম।
আজ মঙ্গলবার (২২ জুন) সকালে জেলা প্রশাসক হিসাবে তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের কাছে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এবং পরে তিনি আনুষ্ঠানিক ভাবে তার কাছে দায়িত্বভার বুঝে নেন।
এর আগে জেলা প্রশাসন,পঞ্চগড়ের তৃতীয় চতুর্থ কর্মচারীদের উদ্যােগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলার বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের বিদায় এবং নবাগত জেলা প্রশাসক হিসাবে জহুরুল ইসলামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা দায়রা জজ শরীফ হোসেন হায়দার,জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী,এডিসি জেনারেল (সার্বিক) আজাদ জাহান,এডিসি জেনারেল (রেভিনিউ) আব্দুল মান্নান,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান ও মেহেদী হাসান শাওন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন,সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার আমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে নতুন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, (উপসচিব) হিসাবে দায়িত্ব পালন করেন৷ বিদায়ী জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন৷
৩১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয় এবং এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ করা হয়েছে।
You cannot copy content of this page