স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ে ডিস্ট্রিক্ট পলেসি ফোরামের সদস্যদের ১৫ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। কর্মশালায় পঞ্চগড় জেলায় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত ডিস্ট্রিক্ট পলেসি ফোরামের ২০ জন সদস্য অংশ নেয়। ব্রিটিশ কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের যৌথ অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রকল্পের অধিনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। সমাপনী দিনে বক্তব্য রাখেন পিফোরডির সিভিল সোসাইটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মোফাখ্খর মোর্শেদ খান চৌধুরী, ডিপিএফ পঞ্চগড় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, সহসভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুন্নাহার সাকী। প্রশিক্ষণ পরিচালনা করেন পিফোরডির রংপুর বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর রেহেনা বেগম ও পঞ্চগড় ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর রিক্তা পারভীন। প্রশিক্ষণ কর্মশালায় সামাজিক জবাবদিহিতা নির্দেশনা যেমন-তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, জাতীয় শুদ্ধাচার কৌশল, সিটিজেন চার্টার, এছাড়া সামাজিক ইস্যু, সামাজিক কাঠামোর সাথে সামাজিক ইস্যুর সম্পর্ক, নেতৃত্ব ও টিম বিল্ডিং ধারণাসহ ডিপিএফ সদস্যদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ নিয়ে ডিপিএফের সদস্যরা নিজ জেলায় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। আগামী ছয় মাসে ডিপিএফ পঞ্চগড়ের সদস্যরা জেলার কমিউনিটি হেলথ ক্লিনিকের সেবার মান উন্নয়নে কাজ করবেন বলে জানা গেছে। গত ৬ জুন জুম অ্যাপসের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
You cannot copy content of this page