বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে ভারত থেকে অবৈধ পথে আসা ২৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। গত রবিবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর এলাকার তসলিম উদ্দীন নামে এক চোরাকারবারীর বাড়ি থেকে ওই গরু গুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুবের নেতৃত্বে একটি দল উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকায় তছলিম উদ্দীন নামে এক চোরাকারবারীর বাড়িতে অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি পেয়ে তছলিম নামে ওই চোরাকারবারী পালিয়ে যায়। এসময় তাঁর বাড়ি থেকে ভারত থেকে অবৈধ পথে আনা ২৭ টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানার পুলিশের হেফাজতে রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ভারতীয় গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তছলিম নামে এক চোরাকারবারির বাড়ি থেকে ২৭টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া গরু গুলো পরে কাস্টমসের মাধ্যেমে নিলামে বিক্রি করা হবে।
You cannot copy content of this page