বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে এসে আইয়ুব আলী (২৩) নামে এক যুবক ও তার সাথে থাকা সহযোগী মানিক হোসেন (২১) নামে আরেক জনকে আটক করেছে পুলিশ৷। বৃহস্পতিবার রাতে উপজেলার ঝলই শালশিরি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে শুক্রবার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক হওয়া আইয়ুব আলী ঠাকুরগাঁও জেলার আকঁচা ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের খাদেমুল ইসলামের ছেলে এবং মানিক হোসেন একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার ঝলইশালশিড়ি এলাকার ফজলার মাস্টারের ছেলে সোহানের সাথে বিয়ের কথা হয় ঠাকুরগাঁও জেলার আকঁচা ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের মেয়ে নাজমুনের সাথে৷ শুক্রবার (৯ জুলাই) বর পক্ষ মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল। কিন্তু এ কথা শোনার পরে মেয়ের সাবেক প্রেমিক আইয়ুব আলী তার সহযোগী ৬/৭ জনকে নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ছেলের বাড়িতে গিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায় এবং প্রেমিক আইয়ুব আলী ও তার সহযোগী মানিক হোসেনকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা বোদা থানা পুলিশে খবর দিলে পুলিশ তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মেয়ে কিংবা অন্য কোন পক্ষ হতে মামলা হয়নি। সে কারনে চলমান যে নিয়ম আছে সে ধারায় তাদের আটক করে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
You cannot copy content of this page