বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ে বেসরকারি একটি এম্বুল্যান্স থেকে নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেলে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের মিঠাপুকুর এলাকার সরকারি শিশু পরিবার কার্য্যালয়ের সামনে এম্বুল্যান্স থেকে ওই ইঞ্জেকশনগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই এম্বুল্যান্সের চালক জামিল হোসেন (৩২) কে আটক করে। তার বাড়ি পঞ্চগড় পৌরসভা এলাকার পূর্ব ইসলামবাগ গ্রামে, সে ওই গ্রামের মৃত রজব আলী। পরে আদালতের মাধ্যমে ওই চালককে জেল হাজতে প্রেরন করা হয়।
ডিবি পুলিশ জানায় জামিল হোসেন একজন চিহ্নিত মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি এম্বুল্যান্সে করে নেশা জাতীয় ইঞ্জেকশন নিয়ে পঞ্চগড় থেকে তেতুঁলিয়ার দিকে রওয়ানা দেয় । ডিবি পুলিশের পরিদর্শক আসাদের নেতৃত্বে কয়েকজন ডিবি পুলিশের সদস্য মিঠাপুকুর এলাকায় অভিযান চালিয়ে এম্বুল্যান্সটিকে আটক করে। এ সময় এম্বুল্যান্সটি তল্লাশি করে ভিতর থেকে নেশা জাতীয় ৬০টি পেথেডিন ইঞ্জেকশন খুঁজে পায়। পরে এম্বুল্যান্স ও চালককে আটক করে ডিবি কার্য্যালয়ে নেওয়া হয়। পরে এম্বুল্যান্সটি জব্দ করে চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার পর আদালতের মাধ্যমে চালক জামিলকে । এম্বুল্যান্সটির মালিক পঞ্চগড় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানায় বেশ কিছুদিন থেকে এম্বুল্যান্সের ভিতরে নেশা জাতীয় ইঞ্জেকশন সহ মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল ওই চালক । আজ তাদের ধরতে ডিবি পুলিশ সক্ষম হয়েছে। এম্বুল্যান্সটি পুলিশ জব্দ করে এবং ওই চালকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।
You cannot copy content of this page