পঞ্চগড় প্রতিনিধি
প্রাণঘাতি মহামারি করােনা ভাইরাসের প্রকােপ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সংকট নিরসনে তেতুঁলিয়ায় অক্সিজেন সিলিন্ডার সেট দিল ম্যাক্স গ্রুপ। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের ব্যবস্থাপনায় করােনা আক্রান্ত রােগীদের সাপাের্ট দিতে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করে প্রতিষ্ঠানটি।
বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন তেতুঁলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সােহাগ চদ্র সাহা, তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল কাশেম, বাংলাবান্ধা ম্যাক্স প্রি. স্টিল লিমিটেডের প্রােডাকশন ম্যানেজার কষ্ণকান্ত মিশ্রা ও প্রতিষ্ঠানটির মেডিকেল অফিসার উল্লাস চন্দ্র, তেতুঁলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী এবং বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন।
বাংলাবান্ধা ম্যাক্স প্রি. স্টিল লিমিটেডের প্রােডাকশন ম্যানেজার কষ্ণকান্ত মিশ্রা বলেন, করােনার ভয়াল থাবার ক্রান্তিকালে সীমান্তবর্তী প্রায় দুই লাখ জনগােষ্ঠীর সংক্রমণ প্রতিরােধ কল্পে ২০টি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্য কােম্পানীর পক্ষ থেকে প্রদান করা হল।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, দেশে প্রাণঘাতি করােনা ভাইরাসের ভয়াল থাবায় অক্সিজেন সিলিন্ডার চরম সংকটে। এ সময় সারাদেশেই মানবসেবার হাত বাড়িয়ে দিয়েছে ম্যাক্স গ্রুপ। বিষয়টি জানার পর আমি তেঁতুলিয়ার জনগণের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার দেয়ার অনুরােধ করলে তারা তেতুঁলিয়াবাসীর জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার ট্রলি সহ যাবতীয় উপকরণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে প্রদান করা হয়।
You cannot copy content of this page