পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার রাতে এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে শিশু-কিশোরদের নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান শেখ মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করে জেলা ছাত্রলীগ। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী প্লাবন, সাংগঠনিক সম্পাদক আল মামুন শাহরুখসহ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান বলেন, আমরা পঞ্চগড় জেলা ছাত্রলীগ আমাদের সংগঠনের ঐতিহ্য ধরে রাখতে চাই। এজন্য আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধুর জন্য আমরা আজ বাংলাদেশ পেয়েছি। এই মহান নেতার ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করেছি। আমরা আগস্ট মাস উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন করেছি। আশা করছি আগামীতেও আমাদের এমন কর্মসূচী অব্যাহত থাকবে।।
You cannot copy content of this page