স্টাফ রিপোর্টার
প্রথমবারের মত পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় প্রতিটি কেন্দ্রে এখনো ভোটারদের সরব উপস্থিতি। বিকেল ৪ টা পেরোলেও ভোটারদের ইভিএমে ভোট দেয়া বুঝিয়ে দেয়া, ইভিএম মেশিনে সমস্যা, সার্ভার কাজ না করা, কারো ফিঙ্গার প্রিন্ট ম্যাচ না করা সহ নানা কারণে নির্ধারিত সময়ে ভোট গ্রহন শেষ করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটারেরা অপেক্ষা করছেন প্রথমবারের মত অনুষ্ঠিত ভোটে পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
নির্বাচনের দিন বিকেল ৫ টায় এমন চিত্র দেখা মেলে দেবীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নর্থ স্টার রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র, ৮ নং ওয়ার্ডের কুমড়ার চড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৯ নং ওয়ার্ডের নতুন বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ বেশ কিছু কেন্দ্রে একই চিত্র দেখা মেলে।
বিকেল ৫ টা বাঁজলেও দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতাধিক নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়। ভোটারদের অভিযোগ ঠিকমত ইভিএম কাজ না, ভোট গ্রহনে দ্বায়িত্বরতরা ঠিক মত নজর দিচ্ছেন না, কাজে গাফিলতি করছেন।
নতুন বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের উম্মে কুলসুম নামে এক নারী ভোটার বলছেন , দুপুর দেড়টায় কেন্দ্রে এসেছি ভোট দিতে। এখনো ভোট দিতে পারিনি৷ কেন দেরি হচ্ছে জানিনা। তবে শুনলাম মেশিনে কাজ করছেনা।
একই অভিযোগ করেন ৭ নং ওয়ার্ডের রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ বৃদ্ধ পরিমল দে। তিনি জানান, ২ টা থেকে দুপুরের প্রখর রোদে দাড়িয়ে আছি। কিন্তু লাইন এগুচ্ছে না। শুনলাম মেশিনে নাকি ব্যালট নিচ্ছে না। আমরা উৎসাহ নিয়ে ভোট এসেছি। আমাদের হয়রানি করা কতটা যৌক্তিক।
নতুন বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিস্ট নাথ রায় জানান, ইভিএমে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল তা সারানো হয়েছে। এখন কোন সমস্যা নাই। এই কেন্দ্রে ৮০ শতাংম ভোটারদের উপস্থিতি। যা প্রায় ১০ বছরের মধ্যে কোন ভোটে হয়নি। এ কারণে ভোট গ্রহণে কিছুটা ধীরগতি।
You cannot copy content of this page