পঞ্চগড় প্রতিনিধি
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভার আয়োজন করেছে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলেসি ফোরাম (ডিপিএফ)। মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তথ্য অধিকার আইনের এক যুগের অগ্রগতি বিষয়ে তথ্য চিত্র তুলে ধরেন তরুণ সাংবাদিক ও ডিপিএফ সদস্য লুৎফর রহমান। ডিপিএফ সভাপতি আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পিফোরডি’র রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর রেহেনা বেগমসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি বক্তব্য রাখেন। এ সময় বক্তারা তথ্য অধিকার আইনের এক যুগ হলেও এতে নাগরিকদের তেমন অংশগ্রহণ না থাকায় হতাশা প্রকাশ করে আইনটি সম্পর্কে আরও ব্যাপক প্রচার প্রচারণা চালানোর দাবি তোলেন। তথ্য অধিকার নিশ্চিত করা গেলে দুর্নীতি কমে আসার পাশাপাশি নাগরিকদের সেবার মান বাড়বে বলেও তারা উল্লেখ করেন। এ সময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী শিগগিরই সাধারণ মানুষ যেন খুব সহজেই তথ্য পেতে পারেন সেজন্য সমন্বিত উদ্যোগ নেয়ার আশ^াস দেন। ভার্চুয়াল এই সভায় জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ডিপিএফ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার ১০০ প্রতিনিধি মানুষ অংশ নেয়। অনুষ্ঠান পরিচালনা করেন ডিপিএফ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আখতারুন্নাহার সাকী।
You cannot copy content of this page