পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিবাহ, তালাক রেজিস্ট্রেশন ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন ও মাদারিপুর লিগ্যাল এইড এ্যাসোসিয়েশনের সহায়তায় সেন্টার ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট-সিআরডি ওই কর্মশালার আয়োজন করে। গতকাল বুধবার পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মাহবুব মেহেদী। সিআরডি’র নির্বাহী পরিচালক আবু সাঈদের সভাপতিত্বে ও ব্যবস্থাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাদারীপুর লিগ্যাল এইড এ্যাসেসিয়েশনের প্রোগ্রাম অফিসার শামীম আবু দাউদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি ড. আব্দুর রহমান। বক্তব্য দেন সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, ধাক্কামারা ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব, বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু, বোদা সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মানিক প্রমূখ। কর্মশালায় বক্তারা বলেন, কোভিডকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে অনেক অভিভাবক ষষ্ঠ হতে দশম শ্রেণিতে পড়–য়া অনেক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। এতে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বিশেষ করে মেয়ে শিক্ষার্থী উপস্থিতি অনেক কমে গেছে। এসকল মেয়ের বিয়ের বয়স না হওয়ায় বিয়ে রেজিস্ট্রি হয়নি। আগামী দিনগুলোতে এসব বাল্য বিয়ে নিয়ে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে কর্মশালায় জানানো হয়। #
You cannot copy content of this page