স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাদেকুল ইসলাম সোহান (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের পাগলী ডাঙ্গী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সোহান ওই এলাকার তফিজ উদ্দীনের ছেলে এবং বাংলাবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের পাগলী ডাঙ্গী এলাকায় মহাসড়কের দুই পাশে সারি সারি ভাবে বিভিন্ন ধরনের পন্যবাহী ট্রাক দাড়িয়ে ছিল। এসময় সোহান তার বাসায় সামনে থেকে বাইসাইকেল নিয়ে তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় বাংলাবান্ধা থেকে তেতুঁলিয়া গামী একটি পাথরবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই চালক ও তার সহকারীরা ট্রাক রেখে পালিয়ে গেছে। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যায়। খবর পেয়ে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা নিহতের মরদেহের সুরৎহাল করেছে।
তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. লুৎফর রহমান সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকের চালক ও তার সহকারীরা ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়ে গেছে। আমরা ট্রাকটি জব্দ করেছি। এ ঘটনায় তেতুঁলিয়া হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবতী পদক্ষেপ গ্রহন করবো।
You cannot copy content of this page