পঞ্চগড় প্রতিনিধি
রংপুর বিভাগীয় কমিশনার মাে. আবদুল ওয়াহাব মিঞা বলেছেন, উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। কৃষক ছাড়াও ক্ষুদ্র উদ্যােক্তাদেরও মূলধন যােগানার সহায়তা করে এই ব্যাংকটি দেশব্যাপী সাড়া ফেলেছে। ব্যাংকটি ডিজিটাইজড হওয়ায় এখন প্রতিটি শাখা থেকে গ্রাহকেরা অন্য শাখার সেবা গ্রহণ করতে পারছে। এলসি ছাড়া সকল ধরণের ব্যাংকিং সেবা চালাচ্ছে রাকাব।
তিনি আরও বলেন, রাকাব একটি সরকারি ব্যাংক। মুনাফা করা এই ব্যাংকটির মূল উদ্দেশ্য নয়। আগে ব্যাংকটি লােকসান গুনলেও বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর থেকেই লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে রাকাব। তিনি গত সােমবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমানের কাছে রাকাবের চিকিৎসা সহায়তা হিসেবে মেডিকেল কনসেনট্রেটর হস্তান্তর করেন। জেলা প্রশাসক মাে. জহুরুল ইসলামের সভাপতিত্বে চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাে. ইসমাইল হােসন। অনুষ্ঠান অন্যান্যদের মাঝে বক্তব্য দেন রাকাবের জেনারেল ম্যানেজার মাে. বাবর আলী ও পঞ্চগড় রাকাবের আঞ্চলিক ব্যবস্থাপক জিয়াউদ্দীন আকবর। রাকাব পঞ্চগড় জেলার স্বাস্থ্য বিভাগকে কােভিড-১৯ সহ অন্যান্য রােগীদের জরুরী প্রয়োজন মেটানার জন্য পাঁচটি মেডিকেল কনসেনট্রেটর প্রদান করেছে। #
You cannot copy content of this page