স্টাফ রিপোর্টার
২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কম্বাইন হারভেস্টারের মাধ্যেমে রোপা আমন ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল ওই এলাকার কৃষক সোহরাব হোসেনের এক বিঘা জমির ধান কম্বাইন হারভেস্টারের মাধ্যেমে কেটে উৎসবের উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে আগাম জাতের রোপা আমন ধানের সাথে যুক্ত কৃষকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সভায় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে কৃষি সম্প্রসারন অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মাহবুবার রহমান, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের প্রকল্প পরিচালক বেনজীর আলম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প পরিচালক মখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার কৃষি কর্মর্কতা কামাল হোসেন সরকার প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তারা জানান, এই প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের মত পঞ্চগড়ে সরকারের দেওয়া ভূর্তকি দিয়ে কম্বাইন হারভেস্টার ক্রয় করতে পারবেন কৃষকেরা। যার অর্ধেক অর্থ সরকার যোগান দিচ্ছে। কৃষি বান্ধব সরকারের ঐকান্তি প্রচ্ষ্টোয় আজকে কৃষি আধুনিকীকরণ হচ্ছে।
বক্তারা আরো জানান, ধান কর্তনে ১৮ জন কৃষকের কাজ করতে যে সময় লাগে তার চেয়ে অতি অল্প সময়ে কম্বাইন হারভেস্টার দিয়ে কর্তন করা যায়। এর মাধ্যেমে কৃষকেরা অল্প সময়ে নিজের জমির ধান কর্তন করতে পারবে তেমনি অন্যর জমির ধান কেটে বাড়তি অর্থও আয় করতে পারবেন।
পরে কৃষি সম্পর্কিত নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
You cannot copy content of this page