পঞ্চগড় প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান) স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আগামীকাল ১১ অক্টোবর (সোমবার) সকাল ৯টা থেকে আগামী ১৬ অক্টোবর (শনিবার) বিকেল ৫টা পর্যন্ত টানা ৬ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ রোববার (১০ অক্টোবর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুই দেশের আমদানি-রপ্তানি কারকদের সংগঠন ও ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্ত মোতাবেক দুর্গাপূজা উপলক্ষে ১১ (সোমবার) থেকে আগামী ১৬ অক্টোবর (শনিবার) পর্যন্ত পঞ্চগড়ের বাংলবান্ধা ও ভারতের ফুলবাড়ি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে বন্দরের কার্যক্রম যথারীতি পূর্বের মত চালু হবে বলে জানান তিনি। এছাড়া বন্দরে আটকে থাকা কোন পন্যবাহী ট্রাক খালাসের অপেক্ষায় থাকলে তা খালাস করে ছেড়ে দেয়া হবে। সেই সাথে সরকারী বিধি মোতাবেক দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে।
You cannot copy content of this page