স্টাফ রিপোর্টার
বাংলা ভাষার দূষণ ও বিকৃতি রোধসহ সর্বস্তরে অভিন্ন বাংলা ভাষা ব্যবহারের দাবিতে সামাজিক আন্দোলন শুরু করেছে পঞ্চগড়ের তরুণ শিক্ষার্থী রুদ্র মোহাম্মদ আনারুল। তিন দফা দাবি নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিভিন্ন পথসভা ও প্রচারণা কার্যক্রম শুরু করেছে এই তরুণ। মঙ্গলবার সকালে উত্তরের শেষ প্রান্ত বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয় তার এই প্রচারণা।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করেন তিনি। এ সময় তিনি সরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরেন। তার দাবিগুলো হলো- সর্বস্তরের পাঠ্যপুস্তক, গণমাধ্যম এবং সকল সরকারি বেসরকারি দফতরে অভিন্ন বানান রীতি চালু করা, বাংলা ভাষার বিকৃতি রোধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও রাষ্ট্র ও সমাজের সকল স্তরে বাংলা ভাষার ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করা। এই দাবিতে নীলফামারী, বগুড়া, নারায়নগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পথসভা করে টেকনাফে গিয়ে তার এই প্রচারণা কার্যক্রম শেষ করবেন। পঞ্চগড়ে পথসভায় জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, জেলা পরিষদ সদস্য আখতারুন্নাহার সাকীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।
You cannot copy content of this page