পঞ্চগড় প্রতিনিধি
‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের’ নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার ভাচুর্য়াল মাধ্যমে সভা করে পঞ্চগড়ের বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী সহিদুল ইসলামকে সভাপতি ও লালমনিরহাটের মোহাম্মদ শাজাহানকে সাধারণ সম্পাদক করে সারা বাংলাদেশের বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারীদের নিয়ে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি ফেনির ইসমাঈল মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রামের হাসান মাহমুদ আরাফাত, সাংগঠনিক সম্পাদক মাগুরার সাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক যশোরের সৌমিক আহমেদ, প্রচার সম্পাদক পাবনার নাহিদ আল জুবায়ের, সহ-প্রচার সম্পাদক চট্টগ্রামের জুলকার নাঈন ও সিলেটের উৎপল কুমার, অর্থ সম্পাদক রংপুরের লিজেন আহম্মেদ প্রান্ত, দপ্তর সম্পাদক শরিয়তপুরের ইশা হোসেন মুন, সহ-দপ্তর সম্পাদক পাবনার নাবিদ আল জুবায়ের, আইন বিষয়ক সম্পাদক সিলেটের দুর্জয় দাস, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক নড়াইলের সামিউল আলম মিহান, সমাজ ও প্রাণীকল্যাণ বিষয়ক সম্পাদক চট্টগ্রামের নাঈমুল ইসলাম নিলয়, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজশাহীর অনয় কুমার, স্বাস্ বিষয়ক সম্পাদক চট্টগ্রামের জাহিদুল ইসলাম, নারী কল্যাণ বিষয়ক সম্পাদক রংপুরের দিলারা জামান, কার্যকরী সদস্য নারায়নগঞ্জের তাসরিফুল ইসলাম, পীরগাছার শাকিল, পঞ্চগড়ের রিপন, টাঙ্গাইলের ইমরান মিয়া ও পাবনার মুস্তাফিজ। এ সময় সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র বিশ্বাস, রংপুর কারমাইকেল কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল হোসেন মন্ডল ও গণমাধ্যমকমর্ী লুৎফর রহমান। বন্যপ্রাণী ও সাপ উদ্ধারের কাজ আরও জোরদার করতে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। বনে বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করা ও সাপসহ সকল বন্যপ্রাণী হত্যা না করে উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দেয়ার কাজে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ অঙ্গীকার ব্যক্ত করেন নতুন কমিটির সদস্যরা।
You cannot copy content of this page