পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে মহানন্দা নদী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে আব্দুর রশিদ (২৫) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা এবং হেলমেট না পরায় এক মোটরসাইকেল আরোহীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, পঞ্চগড় ১৮ বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানা যায়, মহানন্দা নদীর ভাঙ্গন থেকে বাংলাদেশী ভূ-খন্ড, সরকারি সম্পদ ও ঝুকিঁপূর্ণ স্থাপনা রক্ষার্থে তেঁতুলিয়া পুরাতন বাজারে শিব মন্দির- পিকনিক কর্ণারের ডাকবাংলো পর্যন্ত নদী হতে পাথর ও বালু উত্তোলণ নিয়ন্ত্রণ করার জন্য তেঁতুলিয়া কেন্দ্রীয় কবরস্থান ও পিকনিক কর্ণার এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়৷ এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে আবাসিক এলাকার ১ কিলোমিটারের মধ্যে মহানন্দা নদীর তলদেশ হতে বালু কেটে পাথর উত্তোলন করে গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার রক্ষা বাঁধ, চা বাগান, টিলার ক্ষতি সাধন এবং নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য, জলজ প্রাণি ও উদ্ভিদ বিনষ্ট করার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মো: রশিদ (২৫) নামের এক পাথর ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সময়ে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরিধান ব্যতীত মোটরসাইকেল চালানোর দায়ে একটি ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন,সরকারি সম্পদ ও ঝুকিঁপূর্ণ স্থাপনা রক্ষার্থে তেঁতুলিয়া পুরাতন বাজারে শিব মন্দির- পিকনিক কর্ণারের ডাকবাংলো পর্যন্ত নদী হতে পাথর ও বালু উত্তোলণ নিয়ন্ত্রণের জন্য একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়৷ এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সময়ে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরিধান না করে মোটরসাইকেল দায়ে আরও ব্যক্তিকে জরিমানা করা হয়। আগামীতেও এমন টাস্কোফোর্স অভিযান অব্যাহত থাকবে৷
You cannot copy content of this page