প্রতিনিধি, পঞ্চগড়
প্রতিবছরের ন্যায় এবারও পঞ্চগড় বি পি সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এস এস সি ছাত্রদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (০১ মে) সন্ধ্যায় বিদ্যালয়ের হল রুমে এই দোয়া ও ইফতার আয়োজন করেন ২০০১ ব্যাচের তৎকালীন শিক্ষার্থীরা। ২০০৫ সাল থেকে প্রতি বছর ২৯ রমজানে ইফতার করে আসছেন তৎকালীন শিক্ষার্থীরা। এবারও শতাধিক বিভিন্ন বয়সের যুবক ইফতারিতে অংশ নেয়।
এস এস সি পাশের পর বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় সুনামের সহিত বিভিন্ন স্বনামধন্য পেশায় নিয়োজিত আছেন। ঈদের ছুটিতে বাড়িতে আসার পর স্থানীয় বন্ধুদের নিয়ে প্রতিবছর এই দিনটিতে মিলিত হয় তারা। আয়োজকরা জানায় বর্তমানে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বন্ধুদের সাথে যোগাযোগ থাকলেও নিজের স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার অনুভুতি অন্যরকম। এই বিদ্যালয়টি পঞ্চগড়ের জেলা স্কুল বলে খ্যাত। ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হাজার হাজার শিক্ষার্থী স্কুলে ছাত্র ছিলেন। কিন্তু পূর্নমিলনীর আয়োজনের উদ্যোগ সর্বপ্রথম ২০০১ সালের এস এস সি শিক্ষার্থীরাই নিয়েছিল। বেশ কিছু সামাজিক কাজের মাধ্যমে আলোচিত ২০০১ সালের এস এস সি ব্যাচটি। ২০১৪ সালে আমাদের উদ্যোগে ঈদ পূর্নমিলনী হয়েছিল। আমরা প্রতি বছর এই দিনটিতে মিলিত হয়ে মুক্ত আলোচনা ও বন্ধুদের আড্ডায় মেতে উঠি। আমরা আজীবন এভাবে কাটাতে চাই। এবার আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন আমাদের বন্ধু মামুন ।
এবারের আয়োজনে নেতৃত্ব দিয়েছেন গণপূর্ত বিভাগের প্রকৌশলী আশরাফুজ্জামান রিজু এবং তিতাসের প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ লিও।
লিও জানান ২০০৫ সাল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে চলছে বন্ধুদের সাথে অমাদের এই ইফতার । শুধু আড্ডা নয় জেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আমাদের আলোচনা হয়। এখন অনেকেই সরকারের বিভিন্ন বিভাগে বিসিএস ক্যাডার হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। স্কুলের বন্ধুরা একে একে তাদের মতামত গল্পের আকারে প্রকাশ এবং স্মৃতিচারন করতে পারেন। পঞ্চগড় বি পি সরকারী উচ্চ বিদ্যালয়ের মধূর স্মৃতিগুলো ভেসে আসে আমাদের আড্ডায়। আগামি রমজান পর্যন্ত বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয় ইফতার মাহফিল থেকে।
You cannot copy content of this page