পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের চা শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ মে) দুপুরে তেঁতুলিয়া উপজেলা শহরের বেরং কমপ্লেক্সে তেতুঁলিয়া উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আঞ্চলিক চা বোর্ড পঞ্চগড় এই মতবিনিময় সভার আয়োজন করে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র শাহ এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সভায় বাণিজ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মালেকা খায়রুন নেচ্ছা, উপ-সচিব সাদিয়া আরফিন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের কর্মকর্তা ড. শামিম আল মামুন, চা কারখানা মালিক ও চা চাষীদের সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভার শুরুতে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পঞ্চগড়ে চা শিল্পের বিভিন্ন দিক এবং একটি কুঁড়ি, দুটি পাতা মোবাইল এপ নিয়ে বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, পঞ্চগড়ের চা শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কাঁচা পাতার মুল্য নিয়ে কারখানা মালিক এবং চাষীদের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন। এখানে অবশ্যই মানসম্পন্ন পাতা সরবরাহ করা প্রয়োজন। চায়ের মান নিয়ন্ত্রণ করা গেলে অকশন মার্কেটে ভাল দাম পাওয়া যায়। সেক্ষেত্রে চা চাষীরাও ভাল দাম পাবেন। তিনি বলেন, প্রয়োজনে কারখানার সংখ্যাও বৃদ্ধির জন্য অনুমোদন দেওয়া হবে।
বিকেলে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার ডাহুক চা বাগানে ক্ষুদ্র চা চাষীদের নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মানসম্পন্ন চা উৎপাদনে ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল প্রকল্পের হাতে কলমে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এতে স্থানীয় ক্ষুদ্র চা চাষীরা অংশ নেন।।
You cannot copy content of this page